আরও একটি বার সম্মান

Table of Contents

আরও একটি বার সম্মান
অভিজিৎ চক্রবর্ত্তী প্রীতম

আরও একবার মাথা উঁচু করে দাঁড়াতে চাই,
আরও একবার সম্মানের সহিত বাঁচতে চাই;
আরও একবার কি মনে পড়ে?
কবি সুকান্তের পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি।
‘সম্মান” যখন অতৃপ্ত হৃদয়ের অতিপ্রত্যাশিত ঝলসানো রুটি।
আরও একবার বলতে চাই,
সম্মান যেন জীবন সংগ্রামের,  চারশ্বেত অশ্ব-সমেত রথ, আমি হলাম মহারথী।
আরও একবার বলতে চাই,
রথহীন মহারথী আমি।
নাকি বা অর্ধরথী স্বরূপ আমার অসম্মান?
সম্মানরূপী রথের চাকা কি আরও একবার ভূমি কর্তৃক গ্রাস?
আরও একবার বলতে চাই,
এ কোনো ভার্গব পরশুরামের অভিসম্পাত নয়,
পৌরাণিক চরিত্র কর্ণ – অর্জুন নয়।
আমি সম্মানের কথা বলছি,
দুঃস্বপ্ন স্বরূপ অসম্মানের কথা বলছি;
প্রাপ্তিস্বরূপ ঘৃণার কথা বলছি।
সেই সাথে স্মৃতির পাতা থেকে সোনালী অতীত, সম্মান, সীমিত প্রাপ্তির কথা বলছি।
সোনালী অতীত স্বরূপ সম্মান যেন পূর্ণিমার চাঁদ
সে যেন অভূক্ত জনের নিকট ঝলসানো রুটি ।

 

সম্মান যেন হঠাৎ মনে হলো সেই অজর- কবিতা, অবিনাশী গান।
যে সম্মান করতে জানে না,
সম্মানরূপী রথের মহারথী হতে পারে না।
যে শিক্ষককে সম্মান করতে জানে না,
ভার্গব পরশুরামের অভিসম্পাতের সদৃশ,
শিক্ষক- কর্তৃক প্রাপ্ত বিদ্যা জীবনকালের অত্যাবশ্যক সময়ে বিলুপ্ত হয়।
যে পিতা-মাতাকে সম্মান করতে জানে না,
সম্মান স্বরূপ বিজয়-লক্ষী তাকে পরিত্যগ করে।
যে নারীকে সম্মান করতে জানে না,
সে মহাকালের ভয়ংকর করাল গ্রাসে পরিণত হয়।
আরও একবার বলতে চাই,
সম্মানবিহীন জীবন চাই না,
সম্মানহীন জীবন মূল্যহীন।

যতদিন জীবন স্রোত হবে প্রবাহিত,
ততদিন-ই রবে সম্মানরূপী স্রোতের গর্জন।
আমি আমার হারানো সম্মান, অতীতে প্রাপ্ত গৌরব ও সম্মানের কথা বলছি,
আমার বন্ধুমহল, আত্মীয়- পরিজন এবং শুভাকাঙ্ক্ষীদের কথা বলছি,
তাদের কর্তৃক প্রাপ্ত অতীতে স্নেহ, ভালোবাসা ও সম্মানের কথা বলছি।
যতক্ষণ পর্যন্ত পূর্ব-পুরুষের কর্তৃক ইতিহাস জীবিত,
রক্তস্রোত দেহে প্রবাহমান,
আরও একবার সকলকে সম্মান এবং সম্মান দিতে চাই।
হারানো সম্মান ফিরে পেতে চাই,
হারানো সম্পর্ক ফিরে পেতে চাই;
অপরাধ স্বীকার করতে চাই,

সবাইকে আগের মত ফিরে পেতে চাই।
আরও একবার মাথা উঁচু করে দাঁড়াতে চাই।
আরও একবার সম্মানের সহিত বাঁচতে চাই।

Author: Avijit Chakrabarty Pritam.
Profession: Student.
Department: English Literature.
Institution: Notre Dame University Bangladesh.
You may Also like

You may like our official Face Book page. We provide knowledge about the most astonishing and uncommon facts.