কাঞ্জিভরম শাড়ি
১/এখন শাড়িটির নাম কাঞ্জিভরম নাকি কাঞ্চিপুরম, তা নিয়ে একটু মতানৈক্য আছে।
২/স্বর্ণের জরি দিয়ে তৈরি শাড়ি। যার আসল নাম কাঞ্চিপুরম সিল্ক। তবে বাঙালির কাছে পরিচিত কাঞ্জিভরম শাড়ি নামে।
৩/ দক্ষিণ ভারত তথা বিশেষ করে তামিল মেয়েদের বড় প্রিয় এ শাড়ি। এখন বাঙালি রমণীকুলেও প্রিয় যথেষ্ট।
৪/শাড়ির পাড় হয় সম্পূর্ণ স্বর্ণের জরি দিয়ে। কয়েক বছর পরও যদি নির্দিষ্ট দোকানে ফেরত দেন, তখনকার সোনার দাম অনুযায়ী শাড়ির দাম পাবেন।
৫/ আসল কাঞ্জিভরমের দাম শুরুই তাক দেড় লাখ টাকার উপর থেকে।
৬/তামিলনাড়ুতে বিয়ের শাড়ি বলতে এই কাঞ্জিভরমকেই বোঝায়। ১০ থেকে ১২ হাজার খরচ করলেও পাওয়া যায়। তবে শাড়িটি কিন্তু মূল্যহীন নয়। তাতেও স্বর্ণ থাকে। তবে নামমাত্র। শাড়ির দাম নির্ধারণ হয় স্বর্ণ ও উন্নতমানের সিল্কের উপর।
Author:
Niloy (Bejoy)
(BUFT)
Team Member of (A.1) Team
You may also read
- চায়ের কাপ থেকে সিল্ক আবিষ্কৃত হয়েছিল
- বালুচরী শাড়ির অজানা ১০ টি তথ্য
- স্যার রিচার্ড আর্কারাইড নাপিত থেকে স্পিনিং মেশিনের আবিষ্কারক
- শিল্পে ব্যবহারের উপর নির্ভর করে-সিল্ক ফাইবারের প্রকারভেদ
- জামদানি শাড়ির চক্ষু চড়কগাছ করা ২০ টি তথ্য
- সেলাই মেশিন সম্পর্কে চোখ ধাধানো ১৫ টি তথ্য
- বেনারসি শাড়ির অজানা ৮ টি তথ্য যা আপনার চোখ কপালে তুলে দিবে
- মসলিন শাড়ী সম্পর্কে চোখ ধাধানো ২০ টি তথ্য
- বাংলাদেশের তাঁতশিল্পের ইতিহাস-টাঙ্গাইলের তাঁত শিল্প
আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ লাইক করুন। এবং জানতে থাকুন নতুন ও আশ্চর্যজনক তথ্যসমূহ।