টেক্সটাইল শিল্পে সব সময়ই নতুন উদভাবনে নতুনত্বের ছোঁয়া থাকবে এটাই স্বাভাবিক। আদিকাল থেকেই এই শিল্পের এবং নতুন সম্ভাবনার কথা মাথায় রেখে কাজ করে যাচ্ছে বিশেষজ্ঞ ও বস্ত্র প্রকৌশলী দল।
এই ধারাবাহিকতা বজায় রাখতে তৈরি করা হচ্ছে পরিবেশ বান্ধব অনেক ফাইবার। এমনি একটি ফাইবার হচ্ছে কফি গ্রাউন্ড ফাইবার। আজকে এই কফি গ্রাউন্ড ফাইবারের বৈশিষ্ট্য ও ব্যবহার সম্পর্কে কিছু ধারনা দেওয়ার চেষ্টা করব।
কফি ফাইবারের বৈশিষ্ট্যঃ
১.দ্রুত শুকানোঃ
এস ক্যাফে টেকনোলজির প্রধান এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে এই ফাইবার দ্রুত শুকানোর ক্ষমতা রয়েছে।
অর্থাৎ, শরীর যখনই ঘামতে শুরু করে তখনই এই কফি ফাইবার ঘামকে শুষে নিয়ে দ্রুত শুকিয়ে ফেলে।
২.গন্ধ নিয়ন্ত্রণঃ
অন্যতম আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, ন্যানো আকারের কফির দানাগুলি স্থায়ীভাবে ফাইবারে খচিত বা জয়েন্ট করা থাকে এই কফির দানা গুলো গন্ধ শুষে নেয়,যা পরবর্তীতে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়।
৩.UV সুরক্ষাঃ
এই পার্টিক্যালগুলো প্রাকৃতিক UV প্রোটেকশন এর যোগান দেয়।
৪.পরিবেশ বান্ধবঃ
এস ক্যাফে টেকনোলজি কফি গ্রাউন্ডগুলির পুনর্ব্যবহার করে অন্যথায় এগুলো বর্জ্য হিসেবে পরিবেশে মুক্ত করা হয় যা আমাদের পরিবেশের জন্যে হুমকিস্বরূপ। এখন এই বর্জ্যকে ব্যবহার করে পরিবেশ বান্ধব মূল্যবান ফেব্রিক প্রস্তুত করা হচ্ছে।
কফি গ্রাউন্ড ফাইবারের ব্যবহারঃ
১.পোশাক তৈরিতেঃ
কফি ফাইবার টি শার্ট, শার্ট, ফ্যাশনেবল হুডি, স্পোর্টস ওয়্যার তৈরিতে ব্যবহৃত হয়।এই ফাইবারের ২০০%দ্রুত শুকানোর ক্ষমতা থাকার কারনে স্পোর্টস ক্লোথ প্রস্তুতে এটি ব্যবহৃত হয়।এর আরেকটি সুবিধা হচ্ছে এই ফেব্রিকটি কোন প্রকার ডিটারজেন্ট ব্যবহার ছাড়া সহজেই ধুয়ে নেওয়া যায়।
এই ফাইবারের দ্রুত শুকানো এবং ইউভি প্রোটেকটিভ বৈশিষ্ট্য থাকার কারনে অ্যাথলেটিক পরিধানের জন্যও পারফেক্ট।
এছাড়াও আরও ব্যবহার রয়েছে যেমনঃকার্পেট, চাদর, স্মোক ড্রেস দুর্গন্ধ দূর করার পোশাক।
Author: আতিকা আশরাফী
প্রতিষ্ঠান: টেক্সটাইল ইনিস্টিউট,টাংগাইল।
ডিপার্টমেন্টঃটেক্সটাইল(জুট টেকনোলজি)