

Call For Campus Team
বাংলাদেশের অর্থনীতির চালিকাশক্তি টেক্সটাইল শিল্পএর আধিপত্য। জামাকাপড় এর পরিধি ছাড়িয়ে অটোমোবাইল থেকে স্পেস টেকনোলজি সবক্ষেত্রই টেক্সটাইল তার আধিপত্য বিস্তার করছে। টেক্সটাইল সম্পর্কে মানুষকে জানাতে এবং টেক্সটাইল বিষয়ে অধ্যায়নরত শিক্ষার্থীদের জ্ঞান বৃদ্ধির উদ্দেশ্যে Leartex Magazine তৈরি হয়েছিল।
আমাদের ওয়েবসাইট ও ফেসবুক পেইজে টেক্সটাইল নিয়ে নানান অর্টিকেল নিয়মিত প্রকাশিত হয় এবং অনুষ্ঠিত হয় বিভিন্ন ধরনের প্রতিযোগীতা। আপনিও হতে পারেন Leartex পরিবারের একজন গর্বিত সদস্য।
প্রতিটি বিশ্ববিদ্যালয় থেকে ক্যাম্পাস টিম নিয়োগ দেওয়া হচ্ছে। ক্যাম্পাস টিমে যোগদানের জন্য ফর্ম ফিলআপ করুন। ফর্মটি আমাদের ফেসবুক গ্রুপ ও পেইজে পেয়ে যাবেন।
Application Deadline: 28 February 2021
Our Fb Page link: https://www.facebook.com/leartex
Our Fb group link: https://www.facebook.com/groups/139411944186017
টিম মেম্বার কেন হবেন?
1. টেক্সটাইল সম্পর্কে জ্ঞান অর্জন এর পাশাপাশি পাবেন নিজেকে উপস্থাপন করার সুযোগ।
2. অন্ত ও আন্তঃ প্রতিযোগিতায় অংশগ্রহণ ও পরিচালনার সুযোগ।
3. এছারাও Origin Electronics Pvt. Ltd. এর পক্ষ থেকে ডিসকাউন্ট কার্ড । (Up to 21% on more than 50 Accessories item *বিস্তারিত শীঘ্রই জানানো হবে
নিয়মাবলি
1. অবশ্যই বিশ্ববিদ্যালয় / টেক্সটাইল কলেজ / টেক্সটাইল ইন্সিটিউট এর শিক্ষার্থী হতে হবে।
2. আমাদের ফেসবুক গ্রুপে এড থাকতে হবে।
3. নিজের যে কোন একটি আর্টিকেল শেয়ার করতে হবে। (ফর্মে অপশন দেয়া থাকবে)
4. আপনার পরীক্ষার সময় ব্যতিত প্রতি ১৫ দিনে টেক্সটাইল বিষয়ে কোন আর্টিকেল অথবা কোন আজানা তথ্য আমাদের ওয়েবসাইটে প্রকাশ করতে হবে।
5. আপনার ক্যাম্পাসে Leartex আয়োজিত, প্রতিযোগীতা অথবা অনুষ্ঠান সফলভাবে পরিচালনায় অংশগ্রহণ করতে হবে।
স্বনির্ভরশীল যুবসমাজ গঠন করাই আমাদের মূল লক্ষ্য। এরই ধারাবাহিকতায় আমাদের সকল কার্যক্রম পরিচালিত হয়। Google এর নিউজ পোর্টাল, Google News কর্তৃক আমাদের ওয়েবসাইট স্বীকৃত প্রাপ্ত। চাইলে Google News এ Leartex লিখে সার্চ করুন
Leartex
Learn Textile step by step and click by click